
নিউজ ডেস্ক:
বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রার্থীরা যেন শক্তি প্রদর্শন করতে না পারে সেজন্য নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপে গ্রহণ করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এ ছাড়াও এ অ্যাপের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।
‘দুর্গম এলাকা ছাড়া নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে,’ বলেন ইসি মো. আনিছুর রহমান।
এর আগে, গত ৩০ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.