
হিরন মিয়া, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভূমি উন্নয়ন কর প্রদানের অনলাইন রশিদ জালিয়াতি করে দলিল সম্পাদন করার অভিযোগে এক দলিল লেখককে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এক অভিযানে বের হলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নাসির খন্দকার। তিনি পৌর শহরের দিগদাইর গ্রামের আব্দুর রউফ খন্দকারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি উন্নয়ন কর প্রদানের রশিদ জালিয়াতি করে দলিল সম্পাদন করে আসছে স্থানীয় একটি চক্র- এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিসে এক অভিযানে বের হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
এ সময় তিনি ওই অফিসের দলিল লেখক নাসির খন্দকারকে আটক করেন। তারপর তাকে সাথে নিয়ে কেন্দুয়া পৌরশহরের সাজিউড়া মোড়ে থাকা নাসির খন্দকারের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় ওই প্রতিষ্ঠানে থাকা দলিল লেখার কাজে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন জাল জালিয়াতি কাজে ব্যবহার করা সরঞ্জামাদি জব্দ করে যাচাই বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতারক নাসির খন্দকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে এ ঘটনায় সন্ধ্যায় উপজেলার মাসকা ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। আটক প্রতারক নাসির খন্দকারকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.