ওমর ফারুক

গাজী ইসমাইল ভাওয়ারী, বিশেষ প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন খিদিরপুর ইউনিয়নের, ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রি কলেজের২০২৩ সালের এইচ,এস,সি, পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজ ১০ই আগষ্ট ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ হলরুমে,সকল ছাত্র ছাত্রী ও প্রভাষক বৃন্দের উপস্থিতিতে, এক মনোরম পরিবেশে বিদায় বাণী অনুষ্ঠান উদযাপিত হল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব,মোঃ ফারুকুজজামান ভার প্রাপ্ত অধ্যক্ষ খিদিরপুর ডিগ্রি কলেজ। বীর মুক্তি যোদ্ধা জনাব মোঃ রমিজ উদদীন মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ। বাবু মেঘনাদ দাস সিঃ সহ,সভাপতি খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

এবং অত্র কলেজের সন্মানিত প্রভাষক ও বিদায়ী ছাত্র ছাত্রী বৃন্দ। উপস্থিত, প্রভাষক বৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জনাব, ফারুকুজ্জামান তার সৃজনশীল, দিক নির্দেশনা ও স্মৃতিচারণ তুলে ধরেন, তিনি বলেন,বাংলার প্রকৃতি রাণী বর্ষার শেষে শরতের আগমনি বার্তা, যখন আমাদের দার প্রান্তে, তখনই বেজে উঠলো তোমাদের বিায় ঘন্টা, গ্রাম বাংলার প্রকৃতি যখন রুপ যৌবনে ভরা অপরুপ সৌন্দর্যে চতুর্দিক সবুজের সমারোহ ও শিউলী ফুলের নতুন কিছু গ্রহন করিতে ব্যাকুল ঠিক তখনই আমরা হারাচ্ছি তেমাদের,ঐতিহ্য বাহী এই প্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়েছিল। আজ নতুন সম্ভাবনার ডাকে বেজে উঠেছে তেমাদের বিদায়ের করুনসুর।

তাই তোমরা আজ আমাদের প্রীতিপূর্ণ বিদায় অভিনন্দন গ্রহন কর। এই কলেজে অনেক স্মৃতি মধুর দিন কেটেছে তোমাদের আজ ভবিষ্যতের উচ্চ শিক্ষার সিড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছো, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তেমরা দেশ ও জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্মাতা লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশের দুঃখ দরিদ্র ও অন্ধকার ঘুচিয়ে তোমরা গড়ে তুলবে সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ।