
নিউজ ডেস্ক:
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় ১৪ দল আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও দয়ায় ক্ষমতায় আসেনি।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের মানুষের ভোটেই শেখ হাসিনা বারবার ক্ষমতা এসেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তিনি সরকার গঠন করেছেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নির্বাচন ও গণতন্ত্রকে ভয় পায়। তারা ষড়যন্ত্র ও গণতন্ত্রের পেছনে ছুরিঘাত করে ক্ষমতা আসতে চায়। নির্বাচনকে বানচাল করতে চায়।
১৪ দলের মুখপাত্র বলেন, ২০১৪ সালের নির্বাচনে মানুষ যখন বিএনপিকে প্রত্যাখ্যান করল, তখন তারা অগ্নিসন্ত্রাসের আশ্রয় নিলো। তারা রাতের অন্ধকারে মানুষ হত্যা করেছে। হাজার হাজার গাছ কেটে চলার পথ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
আমু বলেন, শেখ হাসিনা যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধুর হত্যাকারদের বিচার করেছে। জাতীয় চার মূলনীতি আবার সংসদের সংবিধানে পুনঃনির্বাস করেছে। অসম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করেছে। সে কারণেই শেখ হাসিনাকে বিএনপির সহ্য হয় না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.