সম্পাদক

হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান মডেল বাজার সড়কে বৈশ্যপাট্টা এলাকায় পতিত কৃষি জমি থেকে বাদল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়,আজ ১২-০৮-২০২৩ শনিবার সকাল ১০ টায় স্থানীয় মারফত খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জানায়, নিহত বাদল মিয়া চিতলিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। আমরা ঘটনা স্থলে গিয়ে নিহতের পকেট থেকে কার্ড দেখে লাশ শনাক্ত করি। ধারণা করা হচ্ছে ভাড়ায় মটর বাইক চালাতেন। লাশের সুরতহাল সহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী ও থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম