
সুজন মাহমুদ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন পেন ফাউন্ডেশন ও ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "বয়স নির্বিশেষে সাম্য, সব বয়সিদের জন্য এক বিশ্ব"। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আরব আলী প্রধান অতিথির বক্তেবে বলেন অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই এসডিজি বা টেকসই অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্য পরিবর্তন ব্যবস্থায় যুবদের ভূমিকা অগ্রগণ্য।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.