
নিউজ ডেস্ক:
ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে শনিবার (১২ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কয়েকটি দোকানে বিক্রয় রশিদে গরমিল পাওয়ায় জরিমানা করা হয়েছে। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফার্মের মুরগির ডিমের দাম। বর্তমানে এক হালি ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সেই হিসাবে একপিস ডিমের দাম পড়ছে ১৫ টাকা। কিছুদিন আগেই প্রতিপিস ডিমের দাম ছিল ১১ থেকে ১২ টাকা।
এ ছাড়া দেশি মুরগির ডিম ডজনে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। আর হাঁসের ডিম ডজনে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.