
শেখ মাসুদ পারভেজ, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী সজিব শেখ (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব লোহাগড়া থানাধীন ইতনা গ্রামের তবিবুর শেখের ছেলে।
১১ আগস্ট সন্ধ্যায় লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার নামে লোহাগড়া থানায় ৭ টি মাদক মামলা ও ২ টি মারামারি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুস শুকুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.