
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:
শনিবার ১২ আগস্ট সকাল ১০:৩০ মিনিটে দূর্বাটি সামাজিক কবরস্থান সংলগ্ন প্রস্তাবিত মাদ্রাসা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন নতুন কুঁড়ি মডেল স্কুলের অভিভাবক কমিটির সভাপতি মামুন আকন্দ, নতুন কুঁড়ি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আশরিন আক্তার টিনার সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধানশিক্ষক মোঃ আরাফাত খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা আজিজুর ১রহমান আজিজ।
লাল ও সবুজ দলের এ উত্তেজনাপূর্ণ এ খেলায় পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ৪টি করে গোল করে সমতায় আসলে রেফারির নির্দেশক্রমে টাইব্রেকারে লাল দল ০৪--০১ গোলে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী লাল দলের খেলোয়াড়রা হলো
ক্যাপটেন সিয়াম (৯ম), ইয়াছিন (৭ম), সাজ্জাদ (৬ষ্ঠ),তহিদুল (৬ষ্ঠ),মাফুজুর রহমান (৬ষ্ঠ),শাহাদাত (৫ম),ইয়াছিন (৫ম), মাহফুজ (৫ম), অপরদিকে রানার্সআপ সবুজ দলের খেলোয়াড়রা হলো ক্যাপটেন জিহাদ (৮ম), আলিফ (৮ম), সাকিব (৭ম), লাবিব (৭ম), আমির হামজা (৬ষ্ঠ), আলিফ (৫ম), জাহিদুল (৫ম), হাসিব (৪র্থ), নাফিজ (৩য়)।
খেলা শেষে অতিথিদের উপস্থিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলেকে ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.