সম্পাদক
হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার তৃণমূল পর্যায়ে বর্তমান শেখ হাসিনা সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিশিষ্ট আইনজীবী মো. আব্দুল মতিনের পক্ষে কর্মী সমর্থকরা।
তারই ধারাবাহিকতায় ১১ আগস্ট শুক্রবার কেন্দুয়া উপজেলার ৪নং গড়াডোবা ইউনিয়ন বাঁশাটি বাজার ,গড়াডোবা বাজার, চন্দলাড়া সাখরা মোড় এবং আরো বেশ কয়েকটি ছোট বাজারে সর্বস্তরের জনগণের মাঝে জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে মধ্যম আয়ে উন্নিত হওয়া ডিজিটাল বাংলাদেশের ম্যাসেজ লিফলেটের মাধ্যমে পৌঁছে দেন এবং আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে নৌকার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।
প্রচারণা চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া, ও কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

