
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে এক শ্রবণ প্রতিবন্ধী। রবিবার সন্ধ্যায় জেলা শহরের নিউবাবু হাড়োয়া মিশন নামক স্থান ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মোহাম্মদ আলম হোসেন (৫০), নিউবাবু পাড়া হাড়োয়া মিশন এলাকার মৃত মাকু মামুদের ছেলে এবং সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান আলম হোসেন একজন প্রতিবন্ধী সে আজ বিকেলে হাড়োয়া মিশন এলাকায় রেললাইনের উপর দিয়ে হাটছিলো ঠিক সেই সময়ে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে মারা যায় । বিষয় টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন আলম হোসেন রেললাইনের উপর দিয়ে হাটছিলো এমন সময় তিনি ট্রেনের হুইসেল শুনে ও স্থান ত্যাগ করতে না পারায় ট্রেনে কাটা পড়ে নিহত হয় এবং এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে । আর মরদেহ টি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.