
আলামিন হোসাইন , ঝিনাইদহ সদর প্রতিনিধি:
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
জানা যায়, শিশু নিলয় ফাউন্ডেশনের একটি প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া এলাঙ্গী শাখা রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। এর জন্য ওই বিদ্যালয়ের একটি কক্ষ ভাড়া নেন কর্তৃপক্ষের কাছ থেকে।আর এভাবে দীর্ঘদিন ধরে ওই প্রকল্পটি চলে আসছিলো বিদ্যালয়টিতে। যা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কারও জানা নেই।
শিশু নিলয় ফাউন্ডেশনের সাথে ভাড়ার চুক্তির কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, করোনার আগ থেকে এ চুক্তি হয়েছিল। আমি আসার পর ভাড়া নেয়ার কথাটা জেনেছি।তবে ভাড়ার টাকা আমি হাতে করে নেই না,সহকারী শিক্ষকরা নেয়। তিনি আরো বলেন, ওই টাকা নিয়ে বিদ্যালয়ে আপ্যায়ন খরচ করা হয়ে থাকে। ভাড়া দেয়ার নিয়ম আছে কি- এমন প্রশ্নে তিনি বলেন, না এমন কোন নিয়ম নাই।
এ সম্পর্কে কোটচাঁদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) কমল কুমার ভট্টাচার্য জানান, এ বিষয়ে খোজ খবর নেওয়া হবে।যদি ঘটনাটি সঠিক হয় তাহলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর কাছে এ বিষয় সম্পর্কে জানতে চাইলে।তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম। আগে শিক্ষা অফিসারের কাছ থেকে ঘটনাটি জানতে হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.