
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মহান জাতীর পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও আশা বাঙ্গালপাড়া ইউনিট সাধারন মানুষের মাঝে বিনামূল্যে উন্মুক্ত স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। আজ সোমবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের আশার ঋন সঞ্চয়কারী স্বাস্থ্য সংস্থা আশার ফ্রী মেডিকেল ক্যাম্প কতৃক আয়োজিত আশার নিজ কার্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক ম্যানেজার আক্তারজ্জামান, ব্রাঞ্চ ম্যানেজার মো জিয়াউল হক, স্থানীয় জনপ্রতিনিধি মনিরুজ্জামান রুস্তম(চেয়ারম্যান), আওয়ামীলীগের সভাপতি এনামূল হক ভূইয়া, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক অলি, কামরুল ইসলাম ভূইয়া সহ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন। জানা যায়, বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে হাওরের প্রান্তিক অসহায় ১শ জন জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ডায়াবেটিস চেক-আপ ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন আশা কতৃক ঋনদানকারী স্বাস্থ্য সংস্থাটি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.