
মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন মেঘনানদী থেকে বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করার জন্য ২ টি ড্রেজার (বালু উত্তোলনের মেশিন) লাগিয়েছিলেন ভংগারচর এলাকার ঘাট হতে কয়েক মিটার দূরে।
কোটি টাকায় নির্মিত মেঘনাবাজার বেরিবাধ ইতিমধ্যে বেরিবাধের পাটাতনের নিচে মাটি না থাকায় অনেক জায়গায় ভেঙে গিয়েছে,ভেঙে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে যদি আবারো বালু উত্তোলন করে এতে বেরিবাধ ভেঙে বসতভিটাও ভেসে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী ফলে এলাকাবাসী কেওই চায়না মেঘনাবাজার বেরিবাধ ভংগারচর এলাকার কাছিকাছি যেন কোনো ব্যবসায়ীক মহল বালু উত্তোলন করে,বালু উত্তোলন বন্ধ করে বেরিবাধ সহ বসতভিটা টিকিয়ে রাখতে আজ ১৪ই আগষ্ট সকাল ১০ টায় মেঘনাবাজার বেরিবাধ এলাকাবাসী মানববন্ধন করে এলাকাবাসী।
এ সময় এলাকাবাসীর পক্ষে হাজী বোরহান নামক একজন বলেন,যদি তারা বালু উত্তোলন করে তাহলে আমাদের বেরিবাধ সহ বাড়িঘর নদীতে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকবে,এতে কয়েক হাজার পরিবার কষ্টে জীবনযাপন করতে হবে,তাই আমরা কেও চাইনা এখান থেকে বালু উত্তোলন হোক।
রহিমা নামক একজন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বেরিবাধ তৈরি করে দেওয়ার পর আমরা অনেক শান্তিতে ছিলাম,এখন বাধ ভাঙা শুরু হইছে,আবার যদি বালু উত্তোলন করে তাহলে পুরো বেরিবাধ ভেঙে যাবে,ফলে আবার আমাদের আগের মতোই কষ্ট করতে হবে।তাই আমাদের দাবি যেন এখান থেকে বালু উত্তোলন করা না হয়।
হাজী মোস্তফা নামক একজন বলেন,এর আগেও আমরা মানববন্ধন করতে চাইছিলাম কিন্তু ব্যবসায়ীক মহল আমাদেরকে মামলার হুমকি দিয়ে কিছুদিন বন্ধ রেখেছিল,এখন এলাকার মানুষকে ভয়ভীতি দেখাইয়া তারা আবার বালু উত্তোলন করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমরা এখান থেকে বালু উত্তোলন করতে দেব না,আমাদের এলাকাকে ঝুঁকিতে ফেলব না।
জানা যায়,নরসিংদীর বালু ব্যবসায়ী রিপন সরকার সহ আরো কয়েকজন মিলিত ভাবে এই বালু উত্তোলনের ড্রেজারের সঙ্গে জড়িত।
এলাকাবাসীর মতে,যদি তারা বৈধ ভাবেই বালু উত্তোলন করে থাকে,তবে তারা স্থান পরিবর্তন করুক,আমাদের এলাকার সামনে বালু উত্তোলন করলে এলাকার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে,তাই উধ্বর্তন কর্মকর্তা সহ দায়িত্বরত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে বালু উত্তোলন হতে দেওয়া যাবেনা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.