সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবজাগরণ সমাজসেবী সংগঠনের আয়োজনে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সোমবার ১৪ আগস্ট দুপুর ১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ে নবজাগরণ সমাজসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা বিনিয়মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থী। উপহারস্বরূপ অংশ গ্রহণকারীদের মাঝে ২৫ জনকে ১ টি করে ফলোজি গাছ এবং বিজয়ী প্রথম ও দ্বিতীয় ১০ জনকে ডাইরি, কলম ও গাছ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, নবজাগরণ সমাজসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হিরো। নবজাগরণ সমাজসেবী সংগঠনের সহ- সভাপতি শামীমা ডাক্তার, সোহানুর রহমান পোদ্দার, ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক শিমুল পোদ্দার, তানভীর রহমান রাজু, জাইদুর খন্দকার, মেহেদী হাসান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন আসিফ, সদস্য সচিব দিদারুর ইসলাম আশিক , উপ- সমাজসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শুভ, সদস্য নুরনবী মিয়া,মাহফুজুর রহমান দরদ, তানিয়া খাতুন, শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

