
মোঃ শাহাদাত হোসাইন, শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বাবার সাথে অভিমান করে মাদ্রাসায় পডুয়া ইসা(১৪) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। ১৪ আগষ্ট দুপুরে উপজেলার রাজেশ্বর গ্রামে ঘটনাটি ঘটেছে । সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার আকন জানায়, মাদ্রাসায় পড়তে গিযে প্রায়ই ক্লাস ফাকি দিয়ে বাড়ি চলে আসে।
গত ১৪ আগষ্ট বই খাতা মাদ্রাসায় রেখে বাড়ি আসায় বাবা বকাঝকা করে বই আনতে বলে। এতে অভিমান করে ঘরের পাশে ছাগলের ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলে আত্মহত্যা করে। ইসা উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের পূত্র ও কদমতলা মোহসিনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.