
নিউজ ডেস্ক:
ইথিওপিয়ার আমহারাতে জঙ্গিদের দমন করতে বিমান হামলা, মৃত অন্তত ২৬ জন। স্বাস্থ্য কর্মকর্তা এই খবর দিয়েছেন।
আদ্দিস আবাবা একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এরপরই ওই সংগঠনের সঙ্গে আমহারাতে সেনার সংঘর্ষ শুরু হয়। তারপর রোববার শহরে বিমান হামলা হয় বলে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। এর ফলে ৫৫ জন আহত হয়েছেন। ৪০ জনের আঘাত গুরুতর।
স্বাস্থ্য কর্মকর্তা ও শহরের এক বাসিন্দা সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, ওই শহর ফানো মিলিশিয়া গোষ্ঠীর অধিকারে ছিল। তাদের সঙ্গে ইথিওপিয়ার সেনার লড়াই চলছে।
ফানো মিলিশিয়া গোষ্ঠী টিগ্রেতে সেনার পাশে থেকে লড়াই করেছিল। কিন্তু ২০২২-এর নভেম্বরে শান্তি চুক্তির পর তারা সংগঠন ভেঙে দিতে অস্বীকার করে।
অগাস্ট মাসের গোড়ায় ফানো মিলিশিয়া এই অঞ্চলের বেশ কয়েকটা শহর দখল করে নেয়। তারপর ইথিওপিয়া সরকার এখানে জরুরি অবস্থা জারি করেছে।খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.