
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর (কুড়িগ্রাম)প্রতিনিধি:
সোমবার ১৪ আগস্ট বিকাল ৩টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি প্রথমে বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ হয়ে বড়ভিটা বাজার প্রদক্ষিণ করে আবারো বিদ্যালয়ে ফিরে আসে।
অত্র বিদ্যালয়ে ৮০জন ছাত্রী/ছাত্রী র্যালিটিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে বিদ্যালয়ের সভাকক্ষে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় র্যালিতে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এক্টিভিস্তা কুড়িগ্রাম এর সদস্যগণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন।
একশনএইড বাংলাদেশ এর গার্ল সাপোর্টার প্রোগ্রাম এর আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা কর্মসূচির আয়োজন করেন। আরো উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.