
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ঘোড়াউত্রা নদীর শাখা (বাদলা-থানেশ্বর) থেকে দিনের আলোতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বাদলা ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া। ১৬ আগস্ট বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বাদলা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের পাশের নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কাজে নিয়োজিতদের কাছে ড্রেজার কার এবং কার নির্দেশে বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে রাজু মিয়া নামের একজন বলেন, এই ড্রেজার চেয়ারম্যান আদিলুজ্জামানের। চেয়ারম্যানের সঙ্গে আরও দুইজন আছেন। তারা হলেন মো. উজ্জ্বল চৌধুরী এবং সাকুয়ার সুজন মিয়া। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অনুমতির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান, এই বিষয়ে আমরা কিছু জানি না, এটা চেয়ারম্যান জানেন। এই বিষয়ে জানার জন্য বাদলা ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ড্রেজারটি উনার এবং তিনি ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেনের কাছ থেকে অনুমতি নিয়ে মাটি তুলে বিক্রি করছেন। কিন্তু লিখিত অনুমতির কোনোরকম কাগজপত্র নাই। বাদলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা, আমি এই বিষয়ে কিছুই জানি না।
তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া আমার নামে মিথ্যা বলছেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিষেধ আছে এবং কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.