সম্পাদক
নিউজ ডেস্ক:
বুধবার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা-সমঝোতার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোন সমঝোতা হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী সময়মতো হবে। কে নির্বাচনে এলো, কে এলা না সেটা বড় কথা নয়।
তিনি বলেন, ১৯৭১ সালের মতো সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়াউর রহমান আইএসআইয়ের (পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা) এজেন্ট ছিলেন। পরাজয় সহ্য করতে না পেরে তাদের প্রেসক্রিপশনেই বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া।
সভায় সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সবাইকে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তিতে সবকিছু মোকাবিলা করেই বিজয় অর্জন করতে হবে।

