
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী সহ সরকারি সকল ভাতার উপকারভোগীর যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করা হচ্ছে এই জন্য যে, উপকারভোগীরা কি কেউ মারা গেলে তাদের ভাতা বাতিল করা হবে।
তারই ধারাবাহিকতায় তজুমদ্দিন চাঁদপুর ইউনিয়ন পরিষদ ১৭ আগষ্ট থেকে শুরু হওয়া যাচাই বাছাই বা ভেরিফিকেশন এর দ্বিতীয় দিনে তজুমদ্দিন এর যারা সমাজ সেবা কার্যালয় প্রধান তাদের পরিচিতদের দিয়ে অনিয়ম চলছে। সাধারণ মানুষ সিরিয়াল মেনে এন আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও কিছু নেতারা সিরিয়াল না মেনে তাদের পরিবার ও পরিচিত লোকদের এন আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছে। এতে ক্ষুব্ধ সাধারণ ভাতাভোগীরা । অনেকেই সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত হলেও তারা তাদের এন আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারছেন না।
এক প্রতিবন্ধী ব্যক্তি সাথে কথা বলে জানা যায় যে, আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছিলাম। দেখি যে লাইনে দাঁড়িয়ে আমি প্রায় ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তাই আমি লাইন থেকে সরে পাশে দাঁড়ায়। আমি দেখছি যারা নেতাদের আত্মীয় স্বজন তারা ঐ নেতার কাছে দিলে তারা লাইনে না দাঁড়িয়ে পার্শ্ব থেকে দেয় এবং অফিসাররা সেটা যাচাই বাছাই করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণকে বললে তিনি ভাতাভোগীদের বলেন, আপনারা এখানে আসছেন আপনাদের ভাতা নিশ্চিত করতে। তাই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি প্রয়োজনে আরো দশদিন এই কাজ করাবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.