ওমর ফারুক

মো কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে অদ্য ১৭.০৮.২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ‘রং তুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘ক’ গ্রুপে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী এবং ‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ষষ্ঠ হতে দশম শ্রেণী/সমমান ‘খোকা থেকে জাতির পিতা’ বিষয়ে; ‘খ’ গ্রুপে একাদশ হতে দ্বাদশ/সমমান ‘বঙ্গবন্ধু ও দেশপ্রেম’ বিষয়ে এবং ‘গ’ গ্রুপে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ‘বঙ্গবন্ধুর মানবিক সত্তা ও মুক্তির চেতনা’ বিষয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্নেহের শিক্ষার্থীদের প্রাইজবন্ড, মগ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গা, জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।