
ওমর ফারুক, বার্তা সম্পাদক;
নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল আলোকবালী ইউনিয়নে মেঘনা বিধৌত গ্রাম খোদাদিলায় আলোর ছটা ছড়িয়ে দিচ্ছে গোলাপকুড়ি প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল। অজপাড়ায় জ্ঞানের দ্যুতি বিচ্ছুরণে আলোকিত করছে জনবিচ্ছিন্ন এলাকা।

কয়েক বছর আগেও এই একালাটা সবদিকেই ছিল অনুন্নত। কিছু বিদ্ব্যান ও আলোকিত জ্ঞানী মানুষের অবদানে খোদাদিলার মত গ্রামে শিক্ষার হাড় বাড়ছে ক্রমান্বয়ে। যারা এই কার্যক্রমের পিছের কারিগড় তাদের একজন হলেন হা. মাও. আব্দুল্লাহ।
হা. মাও. আব্দুল্লাহ এর প্রতিষ্ঠিত গোলাপকুড়ি প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হওয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করে ১৭ আগস্ট বৃহস্পতিবার।
অতিথি বরণ, ছোট ছোট শিক্ষার্থীদের মুগ্ধতর নানা পরিবেশনা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাঞ্জলতা আরো বাড়িয়ে দেয়।
স্কুলে প্রতিষ্ঠাতা হা. মাও. আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন স্পেন প্রবাসী মো. তামিম ইকবাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম তুহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইসমাইল মোল্লা, আলোকবালী আ. মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, আলোকবালি ফুলকলি একাডেমির প্রধান শিক্ষক মো. কাউছার মিয়া, বয়স্ক কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাও. মুবাশ্বির আহমেদসহ আলোকবালী ইউনিয়ন এর মহিলা সদস্য মোসা. পারুল বেগম প্রমূখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.