
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (৪৮ তম) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনের উদ্যোগে গ্রামীন ব্যাংক এর গ্রাহকেদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর যোনের বিভিন্ন এরিয়ায় সদস্যদের মাঝে ফলও বনজ চারা বিতরণ করা হয়েছে।
আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে গ্রামীণ ব্যাংকের মান্যবর চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃমোসলেউদ্দিন, ডি এমডি মোঃ- সায়েদুজ্জামান ভুঁইয়া ও গাজীপুর যোনের সফল যোনাল ম্যানেজার জনাব ফারুখ আহমেদ সহ এ বছর ২০ কোটি গাছের চারা রোপনের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্টানটি।
তারই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক কাপাসিয়া এরিয়ায় রাজা বাড়ি, ভাওয়াল চাঁদপুর, জামালপুর, কালীগঞ্জ , জাংগালীয়া কালীগঞ্জ শাখা। গাজীপুর এরিয়ায়, ভাসান গাজীপুর শাখা, কাশিম পুর গাজীপুর শাখা, কোনা বাড়ি গাজীপুর শাখা,কালিয়াকৈর,ফুল বাড়িয়া শাখা সহ যোনের প্রতিটা শাখায় দিন ব্যাপি কর্মসুচিতে উপস্থিত ছিলেন যোনাল ম্যানেজার ফারুখ আহমেদ সহ- স্ব- স্ব এরিয়ার- এরিয়া ম্যানেজার ও সহকর্মী বৃন্দ।
দিন ব্যাপি কর্মসুচীর মধ্যে বিকাল পাঁচটায় যোনাল অফিস গাজীপুরে উপস্থিত ছিলেন যোনের কর্নধার মোঃ ফারুখ আহমেদ, অডিট অফিসার মোঃ আঃ হালিম, প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার সাহা, এরিযা ম্যানেজার সঞ্জয় কুমার দাস, পিও আনিসুর রহমান, কাপাসিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ গোলাম মস্তুফা, যোনাল অফিসের কর্মকর্তা মোঃ- কামাল পাশা, মোঃ শহীদুল ইসলাম, ভাষন শাখার ম্যানেজার রিপন আহমদ, ভাওয়াল চাঁদ পুর শাখার শাখা ব্যবস্হাপক নাসির আহমেদ সহ ফরিদ উজ জামান ও জীবন জীবন চন্দ্র।
এ সময় জোনাল ম্যানেজার ফারুখআহমেদ গ্রামীণব্যাংকের সদস্যদের স্বাবলম্বী করে গরে তুলার জন্য সকলের প্রতি মোটিভেশন মুলুক বক্তব্য রাখেন। তিনি আরো বলেন আমরা গ্রামীণ ব্যাংকের কাজের পাশাপাশি গাছ লাগানো সহ গরীব মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.