
গাজী ইসমাইল ভাঁওয়ারী, নিজস্ব সংবাদদাতা:
আজ ১৮ আগষ্ট শুক্রবার যুব জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলা শাখা ও ছাত্র জমিয়ত বাংলাদেশ নরসিংদী জেলা শাখার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সফল সাধারণ সম্পাদক মুহতারাম মাওলানা ইছহাক কামাল সাহেব।
জেলা যুব জমিয়তের দায়িত্বশীলদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবদুর রহমান জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আখতারুজ্জামান সহ সভাপতি মুফতি মনির হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল কবির মাওলানা কামাল হোসাইন মুফতি নিয়ামাতুল্লাহ কাসেমী অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মিজান বিন আঃ রশিদ, প্রচার সম্পাদক মাওলানা ওমর ,মাওলানা তারিকুল হাফেজ নবাব মাহদী হাসান । জেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের থেকে উপস্থিত ছিলো জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বাইজিদ আহমদ সিরাজ ও ছাত্র নেতা মাওলানা আবদুল হালিম,মাওলানা ইছহাক হাজীপুরীপ্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.