
মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম উদ্দিন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় তার বাবা উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘তাড়াশ থেকে সিএনজি অটোরিকশা দিয়ে নাঈম তার বাবার সঙ্গে শাহজাদপুর যাচ্ছিল। এ সময় সলঙ্গার বনবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় নাঈম উদ্দিন ঘটনাস্থলে মারা যায়। ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.