ওমর ফারুক

শাহ কামাল, গাইবান্ধা সদর প্রতিনিধি:

গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা বাজার এলাকায় গত শনিবার সাড়ে পৌনে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক রাজু সরকার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত রাজু ওই ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।স্থানীয় লোকজন জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় ফাঁসিতলা বাজার থেকে মহিমাগঞ্জের দিকে যাচ্ছিলেন রাজু মিয়া।

পথেমধ্যে মাস্তা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।