সম্পাদক

আশিকুর রহমান,কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২০ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শায়খুল হাদীস পরিষদ নেত্রকোনা জেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে,শায়খুল হাদীস পরিষদ নেত্রকোনা জেলার আহ্বায়ক , মাওলানা আসাদুর রহমান আকন্দ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার শাইখুল হাদীস মাওলানা তাবারকুল্লাহ, শায়খুল হাদীস পরিষদ নেত্রকোনা জেলার সম্মানিত সদস্য মাওলানা মাজহারুল ইসলাম ,মাওলানা কাজী আব্দুল মান্নান,মাওলানা লুৎফুর রহমান, মাওলানা গাজী আব্দুর রহিম রুহী , মাওলানা সাআদুর রহমান , মাওলানা সাইদুর রহমান, মাওলানা রুকন উদ্দিন, হাফেজ কামাল উদ্দিন খান, মাওলানা মোতালিব ফয়েজী প্রমূখ।

স্মারক লিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন,মাওলানা মামুনুল হক সহ বন্দী ওলামায়ে কেরামের কোন অপরাধ নেই, তারা ঈমানী দাবিতে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন, এটাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ হাসিলে মরিয়া একটি চক্র। সেটা কে কেন্দ্র করে অদৃশ্য শক্তির ইশারায় দীর্ঘ আড়াই বছর যাবত ওলামায়ে কেরামদেরকে বন্দী করে রাখা হয়েছে। দীর্ঘ সময়বন্দী রাখার কারণে আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় শূন্যতা দেখা দিয়েছে। ছাত্রদের দরসে বিগ্ন হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, মাওলানা মামুনুল হক সহ সকল আলিম উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে।