
ইয়াসিন আলী, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত চব্বিশজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় বাইশজন, ফুলবাড়ী থানায় একজন।
এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়ী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন ও নিয়মিত মামলায় তেইশজনকে গত ২৪ ঘণ্টায় মোট ৫০ জন আসামিকে গ্রেপ্তার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন,নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.