
মোঃ কামাল হোসেন,আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদরের তালতলা গ্রামস্থ আমানত আলীর মেয়ে অন্তরা খাতুনের সাথে দামুড়হুদা মডেল থানাধীন গোপালপুর গ্রামের আদম আলীর ছেলে ইনামুল এর সাথে বিগত পাঁচ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অন্তরা খাতুন ও স্বামী ইনামুলের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে অন্তরা খাতুন ঝগড়া-বিবাদ করে তার শিশুপুত্র ইয়াছিনকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য মোছাঃ অন্তরা খাতুন পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দেন।
জেলা নারী ও শিশু সহায়তা সেলের মাধ্যমে পারস্পরিক সমঝোতার লক্ষ্যে জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা তত্বাবধানে অদ্য ২২.০৮.২০২৩ খ্রিঃ উভয় পক্ষ পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন। উভয় পক্ষকে বুঝানোর চেস্টার একপর্যায়ে অন্তরা খাতুন ও ইনামুল সব বিবাদ ভুলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হন। জেলা পুলিশের সহায়তায় অন্তরা খাতুন ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তান ইয়াছিন ফিরে পেল পিতৃস্নেহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.