
নিউজ ডেস্ক:
সোমবার (২১ আগস্ট) রাতে ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছেন যে, দুই দিনের সফরে সেপ্টেম্বরে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর তিনি ঢাকা সফর করবেন।
মস্কোর সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। ঢাকা হয়ে তিনি দিল্লিতে যাবেন। লাভরভের এ সফরকালে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।
কূটনীতিকরা মনে করছেন, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বছর নভেম্বরে ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের। পরে নিরাপত্তাজনিত কারণে তাঁর ঢাকা সফর বাতিল করে মস্কো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.