ওমর ফারুক
মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাদারগঞ্জ হাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যৌথ আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্যপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল ফারুক যুবলীগ নেতা ফিরোজ আলম ”রাশেদুন নবী রাশেদ’ রাসেল আকন্দ ‘আল আমিন আকন্দ ‘উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ মিয়া ‘উপজেলার ছাত্র লীগের সভাপতি শাহ রতন’ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর ‘সাধারণ সাহেদ প্রধান ‘জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহিন মিয়া, ইউনিয়ন যুবলীগ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও বক্তরা প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বক্তব্য দেয়া মিঠিপুর ইউনিয়ন বিএনপি নেতা মেহেদী হাসানকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবী জানিয়ে আল্টিমেটাম দেন।
উল্লেখ্য গত শুক্রবার ইউনিয়ন বিএনপির সম্মেলনে ওই বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিলে ক্ষুব্দ হয়ে ওঠে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন গুলো।

