
আব্দুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম।
গত ১৭ ই আগষ্ট (বৃহস্পতিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা -২) এর এক প্রজ্ঞাপণে রাষ্টপতির আদেশক্রমে এই আদেশ জারি করেন উপ সচিব ফারজানা মান্নান।
৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ জুলাই আজমিরীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেন।
পৌরসভার বিভিন্ন উন্নয়ন মুলক কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.