
শাহ কামাল, গাইবান্ধা সদর প্রতিনিধি:
গাইবান্ধায় অজ্ঞাত ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন জেলখানা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাফিক কনস্টবলের নাম বিপ্লব প্রামাণিক। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাফিক কনস্টবল বিপ্লব আজ সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে জিরো পয়েন্টে আসে।
এসময় বালাশী ঘাটের দিত থেকে আসা একটি ট্রাক তাকে পেঁছন থেকে চাপা দিয়ে সুন্দরগঞ্জ রোডের দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং ঘাতক ট্রাক ও চালককে সনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহত বিপ্লব এর স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শহরের থানাপাড়ার ভাড়া বাড়ীতে থাকতেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.