ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি:


নরসিংদী শিবপুরে নাশকতার পরিকল্পনাকার অভিযোগে জামায়াত ইসলামী’র ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন দুলালপুর মধ্যপাড়ার তালতলা এলাকা থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা অভিযোগে জামায়াত ইসলামী’র বিভিন্ন ধরনের বই এবং চাঁদা আদায়ের রশিদসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপপুর গ্রামের ইসহাক ফকিরের ছেলে মোঃ মোশারফ হোসেন ফকির (৪২) তার ভাই মনজুর হোসেন ফকির (৫৩), পলাশ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (৪৩), রায়পুরা উপজেলার রামনগরহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কাজী ইদ্রিস মিয়া(৫৫), একই উপজেলার রাজনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে সারোয়ার হোসেন মোল্লা(৫৫)।

তারা সবাই জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে বিভিন্ন পদে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার।

তিনি জানান, তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩)/২৫ ডি ধারায় মামলা হয়েছে। এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।