
মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের গারোপাড়া মিশন স্কুল মাঠে গত ২৪ আগষ্ট বৃহস্পতিবার ১ দিন ব্যপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা। অনুষ্ঠান পরিচালকের করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপজেলা প্রগ্রোম অফিসার আমজাদ হোসেন।
উপজেলা ভিত্তিক গ্রাম উন্নয়ন কমিটি, সরকারী, এনজিও, ধর্মীও নেতৃবৃন্দ ও শিশু ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সামছুদ্দোহা, চতরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামান খোকন। আমন্ত্রিত অতিথিদের হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তাজুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পীরগঞ্জ এপির ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা এ সময় বলেন আমাদের সংস্হা থেকে উপজেলায় বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সুফল উপকারভোগী সদস্য সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ সেখানে প্রান্তিক অবস্থান থেকে সাবলম্বি হওয়ার গল্প তুলে ধরেন। গত ২০১৮-২০২০ পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ উপজেলা থেকে মোট ৬২০টি দারিদ্র পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
যাহা নিম্নরুপঃ৩১২টি পরিবারের মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে যার পূর্ব মূল্য ছিল ৮২৯৪৫০০ টাকা বরর্তমান মুল্য ৩০৩২১৩৫০ টাকা। ২৬০ টি পরিবারের মাঝে ছাগল, মুরগী,বিতরন করা হয়েছে যাহার পুর্ব মুল্য ছিলো ৫৬৪৫৩০০ টাকা বর্তমান মুল্য ৮৭৬৬৮০০ টাকা।
অকৃষি উপকারভোগী ৪৮ টি পরিবারের মাঝে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়। যাহার পূর্বের মূল্য ৪৮০০০০ টাকা এবং বর্তমান মূল্য ৭২০০৪৮৮ টাকা। তিনি আরো বলেন ডেঙ্গু প্রতিরোধের জন্য উপকারভোগিদের মাঝে মশারি বিতরন করা হবে।
উক্ত সভায় উপকারভোগি পরিবারদের মধ্যে বক্তব্য রাখেন রেশমা বেগম, পারুল বেগম, কল্পনা রানী, দিলিপ রায়,সহ অন্যান্য উপকারভোগী পরিবার। তারা বলেন আমরা এই সংস্থা থেকে যাহা কিছু পেয়েছি তা পরিবারের জন্য খুব ভালো হয়েছে এবং পরিবারের ব্যপক উন্নতি হয়েছে, এমনকি এই সংস্হার মাধ্যমে আমাদের পরিবারের মাঝে সচ্ছলতা ফিরে এসেছে, অভাব অনেকটা ঘুচে গেছে ছেলেমেয়েদের পড়াশুনা করাতে পারছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.