
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় এইচএসসি পরিক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত ৩যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন।
এসময় নকল করার অভিযোগে এক পরিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন জানান, তাদের মুঠোফোনে ইংরেজি ২য় প্রশ্নপত্র ও উত্তরপত্রের প্রমান মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।
এছাড়া পরীক্ষায় নকল করার অভিযোগে রুবেল মিয়া নামে রায়পুরা সরকারি কলেজের এক ছাত্রকে বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, উপজেলার নজরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩১), মেথিকান্দা গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২০), সায়দাবাদ গ্রামের বাছেদ মিয়ার ছেলে নুর আলম (২৯)।
তাদেকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(গ) ধারায় শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বীন ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও নূর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে দুপুরেই পুলিশি সহযোগিতায় ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়।
এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে রুবেল মিয়া নামের রায়পুরা সরকারি কলেজের একজন পরীক্ষার্থীকে কেন্দ্র কর্তৃপক্ষ বহিষ্কার করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.