ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্ব-পরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ২০০৪ সালে ততকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় নিহত আইভি রহমান সহ সকল শহীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগ।
২৪ আগষ্ট বিকেলে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে আয়োজিত স্মরণ সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা: সুমি সরকার ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সভাপতি জিএম তালেব হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
স্মরণ সভায় সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও শহর আওয়ামিলীগ, মাধবদী থানা আওয়ামীলীগ, নরসিংদী জেলা ও অন্যান্য সকল উপজেলা থেকে আগত মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তব্যে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় যারা ২০০৪ সালে বর্বরোচিত হামলা চালিয়েছিলো তাদের প্রতিহত করতে হবে এবং সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতকে প্রতিহত করে নৌকাকে বিজয়ী করতে হবে, এতেই শান্তি পাবে বাংলার জনগণ।
অনুষ্ঠানের আগে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতিমার নেতৃত্বে নরসিংদী পৌরসভা চত্ত্বর থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন নরসিংদী জেলার বিভিন্ন থানা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

