
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের হলরুমে প্রতিবন্ধীদের মাঝে ১০০ হুইল চেয়ার ও ১৫ টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
শুক্রবার(২৫ জুলাই) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি এসব বিতরণ করেন।তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনার কল্যাণে দেশের সব খাত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ।
তিনি আরো বলেন- প্রতিবন্ধীদের ভিতরে এক ধরনের ট্যালেন্ট আছে ।যেটাকে খুঁজে বের করা এবং তাদেরকে একটা অবস্থান তৈরি করে দিতে হবে।আমরা বলেছিলাম,প্রত্যেক গ্রাম শহর হবে।
মানুষ নাগরিক সুবিধা ভোগ করছে।এই ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম এবং বক্তব্য রাখেন আওয়ামীলীগের বিভিন্ন নের্তৃবৃন্দ।সবশেষে প্রতিমন্ত্রী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.