ওমর ফারুক
শাওন আহমেদ সা’দঃ- (মাধবদী-নরসিংদী)
জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা হত্যা দিবস উপলক্ষে আলোচনা দোয়া ও গণভোজ অনুষ্ঠানে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম এ বক্তব্য রাখেন।
২৬ই আগস্ট (শনিবার) পাইকারচর ইউনিয়নস্থ মেঘনাবাজার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা হত্যা দিবস উপলক্ষে মাধবদী থানা আওয়ামিলীগ ও পাইকারচর ইউনিয়ন আওয়ামিলীগ যৌথভাবে আলোচনা, দোয়া ও গণভোজের এ আয়োজন করে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম।
১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহিদ হওয়া সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়,পর্যায়ক্রমে ২১ই আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচার চেয়ে অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন বক্তব্য রাখেন।সর্বশেষ প্রায় সাত হাজার মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
পাইকারচর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোঃশহিদুল্লাহর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল,আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম,সোলাইমান প্রধান ও গফুর প্রধান।
এ সময় বক্তৃতায় আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল বলেন,১৫ই আগস্টে ঘাতকদের হাতে নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের মাগফেরাত কামনা করি,বঙ্গবন্ধু কন্য ১৫ই আগস্ট বেঁচে যাওয়ার কারনেই আজকের বাংলাদেশ এতটা উন্নত হয়েছে, আমাদের নেত্রী বেঁচে আছে বলেই বাংলাদেশ এত উন্নত হচ্ছে।
কিন্তু সারাবাংলাদেশের মতো নরসিংদীতে ততটা উন্নত হয়নি কারন চাওয়ার মতো যোগ্য লোক ছিল না এতদিন নরসিংদীতে,আগামী সংসদ নির্বাচনে আমরা যোগ্য লোককে নৌকার প্রার্থী হিসেবে চাই।

