
নিউজ ডেস্ক:
শুক্রবার (২৫ আগস্ট) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোট গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রকাশিত তথ্যটি ভুয়া বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, এ বিষয়টি আমাদের নজরে এসেছে। যে তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। নির্বাচন কমিশন কখনো এত আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। বিষয়টি কমিশনের নজরে আনব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৩ নিয়ে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে- আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা, ১৯ নভেম্বর (রোববার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
এর আগে, গত ৩ আগস্ট দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে ইসি।
ওই সময় অশোক কুমার দেবনাথ বলেছেন, ফেসবুকে অপপ্রচার কিভাবে রোধ করা যায়, বিশেষ করে- ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা ডিলিটসহ ব্লক করবে। যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, তাদের জানাব। তারা সেটাকে রিমুভ করে দেবে। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম শুরু হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.