ওমর ফারুক

মো. কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

জীবননগর থানা, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জীবননগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অদ্য ২৮.০৮.২০২৩ খ্রি: সকাল ১১:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী আজগার টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২; জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); জনাব মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান জীবননগর; জনাব হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার জীবননগর; জনাব মোঃ নজরুল ইসলাম, সভাপতি, জীবননগর উপজেলা আওয়ামী লীগ; জনাব মোঃ আব্দুস সালাম ইশা, উপজেলা ভাইস চেয়ারম্যান; জনাব আয়েশা সুলতানা লাকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান; জনাব মোঃ রফিকুল ইসলাম, মেয়র, জীবননগর পৌরসভা; জনাব এস এম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবনগর থানা; বীর মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।