
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
স্টাফ রিপোর্টার নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ২জন সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ আগষ্ট) রাত্র সারে ৯টার দিকে উপজেলার বাদুয়ারচর তানহা স্টোরের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাদুয়ারচর উত্তর পাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মো: আলতাফ হোসেন (৪৯) এবং একই এলাকার মৃত ইমতিয়াজ উদ্দিনের ছেলে মো: আ: রশিদ (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, রবিবার রাত্র আনুমানিক সারে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাদুয়ারচর এলাকার তানহা স্টুরের পাশে আলতাফ হোসেন মেম্বারের একটি পরিত্যক্ত জায়গা থেকে ২জন সন্ত্রাসীকে আটক করা হয়, এসময় তাদের থেকে ৬রাউন্ড গুলি সহ একটি ৬ চেম্বার বিশিষ্ট বিদেশি রিভলবার জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.