সম্পাদক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে ইঞ্জিনচালিত নৌকার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাজার ভদ্রঘাট ইউনিয়নের ফুলজোর নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন বাজার ভদ্রঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান , আজ সকালে ভদ্রঘাট থেকে শাহজাহাদপুরের উদ্দেশ্যে ২৫-৩০ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা পিকনিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর নৌকার পেছনে বসে থাকা ওই নারীর ওড়না ইঞ্জিনে পেঁচিয়ে নদীতে পড়ে যান। নৌকার পাখার আহত হয়ে ঘটনার স্থলে মারা যান তিনি।

এ বিষয়ে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক জানান, আজ সকালে গণস্বাস্থ্য টেক্সটাইল মিলের ২৫-৩০ জন শ্রমিকরা নৌকায় করে বনভোজনে যাচ্ছিলেন। মিলের শ্রমিক না হলেও সুফিয়া তার জা রাকিবুন খাতুনের সঙ্গে বনভোজনে যাচ্ছিলেন। নৌকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুফিয়া নদীতে পড়ে যান। এসময় ইঞ্জিনের ফ্যানের সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বাজার ভদ্রঘাট থেকে গণস্বাস্থ্য ও টেক্সটাইলের ২৫-৩০ জন পিকনিকের উদ্দেশ্যে নৌকায় যাচ্ছিল। এ সময় নৌকার পেছনে বসে থাকা নারী নৌকার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নদীতে পড়ে যান। নৌকার পাখার সঙ্গে গুরুতর আহত হয়ে মারা যান তিনি