
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, নিজস্ব প্রতিবেদক:
রবিবার ২৭/৮/২৩ইংবাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা শাখার উদ্যোগে মাস ব্যাপী ফ্রী বৃক্ষরোপণ কর্মসূচি এর ৩য় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শেখ ছানা উল্লাহ,পরিচালক, নরসিংদী ডিপিওডি,শিবপুর এর সভাপতিত্বে ও মোঃমুকুল মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মওলানা শেখ মনিরুজ্জামান মাহমুদী, তিনি বলেন 'আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই আমরা সকালে শিশুর পতি যত্নবান হবো ও আখেরাতের দিকে লক্ষ রেখে এগিয়ে যাবো,পাশাপাশি আমরা চারাগাছ লাগাবো ও তার পরিচর্যা করবো।'
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা, সাংবাদিক মাওলানা গাজী ইসমাঈল ভাঁওয়ারী, নরসিংদী জেলা প্রতিনিধি দৈনিক সরকার ও দৈনিক দিগন্তর।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান,সভাপতি শিবপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিয়া সিকদার , সহকারী শিক্ষক, ১৬ নং উত্তর সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরো উপস্থিত ছিলেন মোঃ রাহাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা।মোঃ মাজহারুল ইসলাম, অর্থসম্পাদক শিবপুর উপজেলা শাখা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.