
মোঃ এস এম আবদুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের তারে পায়ে সুতা দিয়ে বাঁধানো একটি শালিক পাখি আটকা পড়ে ঝুলছিল। পাখিটি বিদ্যুতায়িত হতে পারে ভেবে কালাই ফায়ার সার্ভিস অফিসে কল করেন স্থানীয় ভাই ভাই সুপার কমপ্লেক্সের এক কাপড় ব্যবসায়ী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম। ২০ মিনিটের চেষ্টায় পাখিটিকে জীবিত উদ্ধার করে তারা। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কালাই স্টেশন অফিসার বজলুর রশিদ। তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় এক কাপড় ব্যবসায়ী কল করে জানান জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের তারে পায়ে সুতা দিয়ে বাঁধানো একটি শালিক পাখি আটকা পড়েছে।
বিষয়টি জানার পরপরই ছয় সদস্যর উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবিত উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পাখিটি সামান্য ব্যথা পেয়েছে। কালাই বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই সুপার কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী লিটন তালুকদার বলেন, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি ওই পাখিটির পা সুতা দিয়ে বাঁধা অবস্থায় তারের সাথে ঝুলছিল। আমি সাথে সাথে ফায়ার সার্ভিস অফিসে ফোন করে জানাই। তারা এসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রায় আধাঘণ্টার চেষ্টা চালিয়ে পাখিটি উদ্ধার করেন। একটি পাখির প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.