
মোঃ আব্দুল হামিদ সরকার, ডিমলা
(নীলফামারী) প্রতিনিধি :
২০২২-২৩ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
(৩০ আগষ্ট/২৩ ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই আলম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ওসি মো: লাইছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নূরী, সদর ইউপি চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ সরকার, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ সহ ইমাম-খতিব, সুপার, শিক্ষক ও মুহতামিমগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২-শ ১ জনের মাঝে একটি করে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.