
সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে কাঁঠালিয়া ইউনিয়নের এক গৃহবধূ তার ছেলে সন্তানসহ লা-পাত্তা! কোন খোঁজ-খবর পাচ্ছেন তার স্বামীর বাড়ীর আত্মীয়-স্বজন।
গত মঙ্গলবার ৮ আগস্ট রাত আনুমানিক ১০.৩০ এ সে বাড়ী থেকে বের হয়ে যায় তার সন্তানসহ কাউকে কোন কিছু না বলেই। আজ অবধি তার কোন হদিস পাচ্ছে না স্বামীর পরিবারের লোকজন।
জানা যায়, নরসিংদী সদর উপজেলার আওতাধীন মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদীর মো. মোতালিব মিয়ার ছেলে মো. কাউছার মিয়া।
সে গত চার বছর আগে সম্পর্ক করে বিয়ে করে কিশোরগঞ্জের উছিপাড়ার সিদ্দিকুর রহমানের মেয়ে মোসা. সুমাইয়া আক্তার কে।
মো. কাউছার মিয়া একজন পাওয়ারলোমের তাতী! সে দিনমজুরি করে সংসার চালায়। তার স্ত্রী না বলে চলে যাওয়ার পর তার শশুরবাড়ীতে বারবার যোগাযোগ করার পরও তারা তাকে কোন ধরণের সহযোগিতা করেনি।
অপেক্ষা করে তিনি মাধবদী থানা একটি অভিযোগ দায়ের করে স্ত্রী বাড়ী হতে পালিয়ে যাওয়ায়।
এব্যাপারে ভুক্তভোগী মো. কাউছার বলেন, 'আজকে ৯ দিন হয় আমার বউ পালিয়ে গেছে। আমি আমার আত্মীয়-স্বজন এমনি শশুর-শাশুড়ীর সহযোগিতা চাইছি। কেউ সহযোগিতা করেনি। তাই আমি থানায় অভিযোগ করেছি। কিন্তু অভিযোগ দেয়ার পরেও কোন ধরণের সুরাহা পাইনি।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এস আই কামরুল এর সাথে এটা নিয়ে মুঠোফোনে কথা বললে তিনি সঠিক তথ্য দিতে গড়িমসি করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.