
বিজয় কর রতন,মিঠমইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় ৬ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ইটনা উপজেলা বড়িবাড়ি ইউনিয়নের কাটখাল এলাকার ধনু নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইটনা উপজেলার এলংজুড়ি সোনাকান্দা গ্রামের মামছুল মিয়ারপুত্র তাজুল ইসলাম (২৭), এলংজুড়ি মর্দাপাড়া এলাকার রমজান আলীর পুত্র পলাশ মিয়া(৩৫), মিঠামইন উপজেলার সোনপুর গ্রামের মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম মিয়া (৩৮), একই উপজেলা অলুয়াা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ উজ্জল (৪১), মহিষার কান্দি গ্রামের মোঃ মতিউর রহমান পুত্র মোঃ নূর আলম (৩০), ইটনা উপজেলার এলংজুড়ি মনসন্তোষপাড়া গ্রামের তোতা মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৫)।
এ বিষয়ে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার সাংবাদিকদের প্রেস ব্রিফিরে মাধ্যমে বিষয়টি অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আলামিন হোসাইন, সহকারী পুলিশ সুপার অষ্টগ্রাম সার্কেল সামুয়েল মারমা, ইটনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবীব ।
ঘটনার বিবরনে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজার নৌকা ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার যোগে করিমগঞ্জ থানাধীন চামড়া ঘাটে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নস্থ কাটকাল নামক স্থানে ধনু নদীতে পৌঁছামাত্র ২টি ট্রলারে ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে যাত্রীবাহী ট্রলারটিকে আটক করে যাত্রীদের মারপিট করে নগদ ১ লাখ ৩৬ হাজার টাকা, ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যায়।
এ বিষয়ে ইটনা থানায় একটি ডাকাতি মামলা হয়। পরে বৃহস্পতিবার সকালে কাটখাল এলাকার ধনু নদীতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, চাপাতি, রামদা, লোহার পাইপ, হাঁসুয়া, বাঁশের লাঠি, টর্চলাইট, প্লাস্টিকের চটের বস্তা ও নগদ বাইশ হাজার সাতশত টাকা জব্দ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.