সম্পাদক

নিউজ ডেস্ক:

সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতলে আগুন। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।বুধবার রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”এখনো পর্যন্ত ৪৩ জন মারা গেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।” পরে তিনিই টুইট করে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন।

প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল, ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভিতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রশাসন মৃতের সংখ্যা এক লাফে ২০ বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এখনো বহু মানুষ ওই বহুতলে আটকে আছেন। জোহানেসবার্গ ডাউনটাউনের ওই বাড়িতে এখনো ভিতরপ পর্যন্ত যেতে পারেননি দমকলকর্মীরা। কীভাবে আগুন লেগেছে, তা-ও এখনো স্পষ্ট নয়। খবর: ডিডব্লিউ, রয়টার্স